(১২১ নম্বর থেকে ১৪০ নম্বর দাগের প্রশ্নের উত্তর প্রশ্নগুলির শেষে দেওয়া
আছে)
(ভুল চোখে পড়লে অবশ্যই জানাবেন আপনাদের সহযোগিতা
একান্তভাবে কামনা করি।)
EDUCATION
& PHILOSOPHY
১২১. ভাববাদী দার্শনিকদের মতে শিক্ষার লক্ষ্য কী ?
(A) শিক্ষার্থীর
আত্মপোলব্ধি,
(B) আত্মপ্রকাশনা ও আত্মসংরক্ষণে সহায়তা করা,
(C) জীবনের জন্য নতুন মূল্যবোধ সৃষ্টি করা,
(D) উপরের
কোনটিই নয়।
১২২.
কান্ট, কমেনিয়াস, প্লেটো, পেস্তালাৎসি,
ফ্রয়েবেল, রবিন্দ্রনাথ---এরা হলেন---
(A) প্রকৃতিবাদী
দার্শনিক,
(B) ভাববাদী দার্শনিক,
(C) প্রয়োগবাদী দার্শনিক,
(D) বাস্তববাদী
দার্শনিক।
১২৩. “আধ্ম্যাত্মিক
সত্ত্বার তিন ধরনের ক্রিয়া আছে- নৈতিক, বৌদ্ধিক ও
নান্দনিক। মানুষের জীবনী শক্তিও এই তিন ধারায় প্রবাহিত হয়। তাই শিক্ষার
পাঠ্যক্রমের সংগঠন হবে ব্যক্তির এই তিন দিকের পরিপুরক। পাঠ্যক্রমে থাকবে- ভাষা,
সাহিত্য, দর্শন, গণিত, নীতিশিক্ষা ও খেলাধুলা”—এটি কোন ধরনের দার্শনিক চিন্তাধারা দ্বারা প্রভাবিত ?
(A) প্রকৃতিবাদী,
(B) ভাববাদী,
(C) প্রয়োগবাদী,
(D) বাস্তববাদী।
১২৪.
ভাববাদ অনুযায়ী শিক্ষার পদ্ধতি কেমন হবে ?
(A) শিক্ষা হবে আত্মপ্রচেষ্টা ও খেলার মাধ্যমে,
(B) শিক্ষা হবে প্রত্যক্ষ কাজের মাধ্যমে,
(C) শিক্ষা হবে গতানুগতিক মুখস্থ পদ্ধতির মাধ্যমে,
(D) উপরের
কোনটিই নয়।
১২৫.
আত্মপ্রচেষ্টা ও খেলার মাধ্যমে শিক্ষা দেওয়ার কথা বলেছেন, এরকম দুজন
শিক্ষা দার্শনিক হলেন---
(A) জন ডিউই এবং
বিদ্যাসাগর,
(B) রুশো এবং রবিন্দ্রনাথ,
(C) হেগেল ও জেন্টিল,
(D) ফ্রয়েবেল
এবং পেস্তালাৎসি।
১২৬.
''আদর্শ শিক্ষক হবেন তিনি,
যার পরিপূর্ণ আত্মপোলব্ধি হয়েছে। তিনি তার ব্যক্তিত্বের প্রভাবে
ছাত্রদের প্রভাবিত করবেন। তার কাজ হবে শুধু জ্ঞান বিতরণ করা নয়, ছাত্রদের সহায়ক ও নির্দেশক হওয়া''---- শিক্ষক সম্পর্কে এই মন্তব্য কারা
করেছেন ?
(A) প্রকৃতিবাদী দার্শনিকরা,
(B) ভাববাদী দার্শনিকরা,
(C) প্রয়োগবাদী দার্শনিকরা,
(D) বাস্তববাদী
দার্শনিকরা।
১২৭.
প্রকৃতিবাদ অনুযায়ী শিক্ষার লক্ষ্য কেমন হবে ?
(A) শিক্ষার্থীর
আত্মপোলব্ধি,
(B) আত্মপ্রকাশনা ও আত্মসংরক্ষণে সহায়তা করা,
(C) জীবনের জন্য নতুন মূল্যবোধ সৃষ্টি করা,
(D) উপরের
কোনটিই নয়।
১২৮. “শিশু নিজের
প্রকৃতি অনুযায়ী বিকাশলাভ করবে এটাই শিক্ষার বড় কথা, সমাজের
কোন ছাপ বা প্রভাব তার উপর থাকবে না”—কারা বলেছেন ?
(A) প্রকৃতিবাদী দার্শনিকরা,
(B) ভাববাদী দার্শনিকরা,
(C) প্রয়োগবাদী দার্শনিকরা,
(D) বাস্তববাদী
দার্শনিকরা।
১২৯.
রুশো, অ্যারিস্টেটল, হাবার্ট স্পেন্সার, রবিন্দ্রনাথ—এরা হলেন—
(A) প্রকৃতিবাদী
দার্শনিকরা,
(B) ভাববাদী দার্শনিকরা,
(C) প্রয়োগবাদী দার্শনিকরা,
(D) বাস্তববাদী
দার্শনিকরা।
১৩০.
কারা পাঠ্যক্রমের অংশ হিসাবে প্রকৃতির সঙ্গে সম্পর্কযুক্ত বিষয় যেমন- প্রকৃতি
পরিচয়, কৃষি বিজ্ঞান, উদ্যান বিদ্যা প্রভৃতির কথা
বিশেষভাবে বলেছেন ?
(A) বাস্তববাদী দার্শনিকরা,
(B) ভাববাদী দার্শনিকরা,
(C) প্রয়োগবাদী দার্শনিকরা,
(D) প্রকৃতিবাদী
দার্শনিকরা।
১৩১. “শিক্ষক বা
পাঠ্য পুস্তকের বিশেষ কোন প্রয়োজন নেই। শিশুকে অভিজ্ঞতার মাধ্যমে শিক্ষা দিতে হবে।
তারা হাতে কলমে কাজ করে শিক্ষা গ্রহণ করবে”। শিক্ষক বা
পাঠ্য পুস্তক সম্পর্কে এই মন্তব্য কারা করেছেন ?
(A) প্রকৃতিবাদী দার্শনিকরা,
(B) ভাববাদী দার্শনিকরা,
(C) প্রয়োগবাদী দার্শনিকরা,
(D) বাস্তববাদী
দার্শনিকরা।
১৩২. “Give your pupil no verbal
lesson”—কার উক্তি ?
(A) জন ডিউই,
(B) রুশো, (C) হেগেল, (D) ফ্রয়েবেল।
১৩৩. “শিক্ষকের
ভূমিকা হবে দর্শকের। তিনি পিছন থেকে পর্যবেক্ষণ করবেন মাত্র। তিনি কোন জ্ঞান বিতরণ
করবেন না। শিশুর স্বাভাবিক বিকাশের প্রক্রিয়াকে সহায়তা করবেন মাত্র”— কাদের উক্তি
?
(A) প্রকৃতিবাদী দার্শনিকরা,
(B) ভাববাদী দার্শনিকরা,
(C) প্রয়োগবাদী দার্শনিকরা,
(D) বাস্তববাদী
দার্শনিকরা।
১৩৪. প্রয়োগবাদীদের মতে শিক্ষার লক্ষ্য কী ?
(A) শিক্ষার্থীর
আত্মপোলব্ধি,
(B) আত্মপ্রকাশনা ও আত্মসংরক্ষণে সহায়তা করা,
(C) জীবনের জন্য নতুন মূল্যবোধ সৃষ্টি করা, শিশুকে সেই
সব দৈহিক, মানসিক, সামাজিক ও নৈতিক কর্মে নিয়োগ করা যার দ্বারা তার মূল্যবোধ
জাগ্রত হবে।
(D) উপরের
কোনটিই নয়।
১৩৫. কিলপ্যাট্রিক, জন ডিউই, উইলিয়াম জেমস—এরা হলেন ?
(A) প্রকৃতিবাদী
দার্শনিক,
(B) ভাববাদী দার্শনিক,
(C) প্রয়োগবাদী দার্শনিক,
(D) বাস্তূবাদী দার্শনিক।
১৩৬. কারা ছেলেদের পাঠ্যক্রমে কৃষিকাজ ও মেয়েদের পাঠ্যক্রমে গার্হস্থ বিজ্ঞানকে
আবশ্যিক করার কথা বলেছেন ?
(A) প্রকৃতিবাদী দার্শনিকরা,
(B) ভাববাদী দার্শনিকরা,
(C) প্রয়োগবাদী দার্শনিকরা,
(D) বাস্তূবাদী দার্শনিকরা।
১৩৭. প্রয়োগবাদীদের মতে শিক্ষার পদ্ধতি কেমন হবে ?
(A) শিক্ষা হবে আত্মপ্রচেষ্টা ও খেলার মাধ্যমে,
(B) শিক্ষা হবে প্রত্যক্ষ কাজের মাধ্যমে,
(C) শিক্ষা হবে গতানুগতিক মুখস্থ পদ্ধতির মাধ্যমে,
(D) উপরের
কোনটিই নয়।
১৩৮. আধুনিক প্রজেক্ট পদ্ধতি বা সমস্যা সমাধান পদ্ধতি কাদের অবদান ?
(A) প্রকৃতিবাদীদের অবদান,
(B) ভাববাদীদের অবদান,
(C) প্রয়োগবাদীদের অবদান,
(D) উপরের
কোনটিই নয়।
১৩৯. কোন দর্শনে বলা হয়েছে—“শিক্ষকের কাজ হবে শিক্ষার্থীদের জন্য আদর্শ জীবন পরিবেশ
সৃষ্টি করা। তিনি ঐ আদর্শ জীবন পরিবেশের মধ্যে শিশুকে স্থাপন করবেন মাত্র। শিশু প্রত্যক্ষ
অভিযোজনের মাধ্যমে জীবনের জন্য প্রয়োজনীয় কৌশল গুলি সেখান থেকে আয়ত্ব করবে” ?
(A) প্রকৃতিবাদী দর্শনে,
(B) ভাববাদী দর্শনে,
(C) প্রয়োগবাদী দর্শনে,
(D) বাস্তূবাদী দর্শনে।
১৪০. মার্কসবাদ অনুযায়ী শিক্ষার লক্ষ্য কি ?
(A) শ্রেণিহীন সমাজ গঠন করা,
(B) শ্রমের প্রতি মর্যাদাবোধ সৃষ্টি করা,
(C) উৎপাদনশীল বৃত্তিশিক্ষা প্রদান করা।
(D) উপরের সবকটি।
উত্তরঃ-
১২১(A), ১২২(B), ১২৩(B), ১২৪(A), ১২৫(D), ১২৬(B), ১২৭(B), ১২৮(A), ১২৯(A), ১৩০(D), ১৩১(A), ১৩২(B), ১৩৩(A), ১৩৪(C), ১৩৫(C), ১৩৬(C), ১৩৭(B), ১৩৮(C), ১৩৯(C), ১৪০(D)।
(নিয়মিত সঙ্গে থাকুন এরকম আরও
নমুনা প্রশ্ন এই সাইটে পাবেন।)
(বিঃ দ্রঃ-এই প্রচেষ্টাকে
উৎসাহিত করতে পেজ এর উপরে ডান দিকে কোনে যে Facebook like button আছে তাতে অবশ্যই like করবেন এবং share করে বন্ধুদের
দেখার সুযোগ করে দেবেন।)
Presented by- EduLife
No comments:
Post a Comment