By - EduLife.
Admin- Sujay Pal.
(৬১ নম্বর থেকে ৮০
নম্বর দাগের প্রশ্নের উত্তর প্রশ্নগুলির শেষে দেওয়া আছে)
(ভুল চোখে পড়লে অবশ্যই জানাবেন আপনাদের সহযোগিতা
একান্তভাবে কামনা করি)
৬১.“__________________হল মানুষের জ্ঞান ভাণ্ডারের একটি
বিশেষ শাখা বা অংশ, যেখানে শিক্ষা প্রক্রিয়ার বিভিন্ন দিক সম্পর্কে বিশদভাবে
আলোচনা করা হয়”—
A) শিক্ষাবিজ্ঞান,
B) সমাজবিজ্ঞান, C) মনোবিজ্ঞান,
D) রাষ্ট্রবিজ্ঞান।
৬২. “শিক্ষা হল একটি সামাজিক বিজ্ঞান” – কারণ
A) শিক্ষাবিজ্ঞান
একটি জ্ঞানের ক্ষেত্র তাই,
B) শিক্ষাবিজ্ঞানকে
সামাজিক বিজ্ঞান বলা হয় তাই,
C) মানুষের
সামাজিক প্রকৃতি এবং সামাজিক সংস্থা গুলির প্রকৃতি বিশ্লেষণ করার জন্য ও তাদের
উন্নতি সাধানের জন্য শিক্ষাবিজ্ঞান গড়ে উঠেছে তাই।
D) শিক্ষাবিজ্ঞান সমাজ নিয়ে আলোচনা করে তাই।
৬৩. শিক্ষার কাজ হল –
A) ব্যক্তি জীবনে সুষম বিকাশ সাধন করা,
B) সামাজিক কল্ল্যান সাধন করা,
C) ব্যক্তি ও সমাজ উভয়ের কল্ল্যান সাধন করা,
D) উপরের কোনটিই নয়।
৬৪. সমাজ কল্ল্যান নির্ভর করে –
A) সমাজ সংরক্ষণের উপর,
B) সমাজের অগ্রগতি বজায় থাকার উপর,
C) ব্যক্তি জীবনে গতি সঞ্চারের উপর,
D) উপরের সবকটির উপর।
৬৫. “জীবন ধর্মকে সংযত করিয়া সমাজ ধর্মের অনুকূল করাই
সামাজিক জীবের শিক্ষার প্রধান কাজ” – কে বলেছেন ?
A) রবিন্দ্রনাথ ঠাকুর, B) ডঃ সর্বপল্লি
রাধাকৃষ্ণাণ, C) স্বামী
বিবেকানন্দ, D) অ্যারিস্টটল।
৬৬. “শিক্ষার মূল উপাদান চারটি” সেগুলি হল—
A) শিক্ষক, শিক্ষার্থী, বিদ্যালয় ও সমাজ বা পরিবেশ,
B) পরিবার, শিক্ষার্থী, বিদ্যালয় ও সমাজ বা পরিবেশ,
C) শিক্ষক, শিক্ষার্থী, পাঠ্যক্রম ও বিদ্যালয় বা সমাজ বা পরিবেশ,
D) শিক্ষক, শিক্ষার্থী, বিদ্যালয় ও গ্রন্থাগার।
৬৭. আধুনিক শিক্ষায় শিক্ষক হবেন –
A) শিক্ষার্থীর বন্ধু,
B) শিক্ষার্থীর নির্দেশক,
C) শিক্ষার্থীর জীবনাদর্শের প্রতিক,
D) উপরের সবকটি।
৬৮. “ শিক্ষা হল সুশিক্ষকের নির্দেশনায় সুগঠিত
প্রতিষ্ঠানে বা বিদ্যালয়ে সুপরিকল্পিত পাঠ্যক্রমের মাধ্যমে শিশুর সুষম জীবন
বিকাশের প্রচেষ্টা।”—কে বলেছেন ?
A) গ্রাহাম বেলফোর, B) প্লেটো, C) জন ডিউই, D) পেস্তালাৎসি।
৬৯. নিয়ন্ত্রণের তারতম্য অনুযায়ী শিক্ষা কয় প্রকার ?
A) ২ প্রকার, B) ৩ প্রকার, C) ৪ প্রকার, D) ৫
প্রকার।
৭০. নিয়ন্ত্রণের তারতম্য অনুযায়ী শিক্ষার প্রকারগুলি কি
কি ?
A) নিয়ন্ত্রিত শিক্ষা,
অনিয়ন্ত্রিত শিক্ষা, প্রথাবদ্ধ শিক্ষা।
B) মুক্ত শিক্ষা, অনিয়ন্ত্রিত শিক্ষা, নিয়মঃবহির্ভূত শিক্ষা।
C) নিয়ন্ত্রিত শিক্ষা, অনিয়ন্ত্রিত শিক্ষা, নিয়মঃবহির্ভূত শিক্ষা।
D) নিয়ন্ত্রিত শিক্ষা, মুক্ত শিক্ষা, নিয়মঃবহির্ভূত শিক্ষা।
(Aim of Education)
৭১. শিক্ষার লক্ষ্যের প্রয়োজন, কারণ শিক্ষার নির্দিষ্ট
লক্ষ্য না থাকলে -----
A) ব্যক্তির আচরণ ধারা পরিবর্তনের প্রচেষ্টা সার্থক হবে না।
B) শিক্ষাক্ষেত্রে আমাদের প্রয়োগ কৌশল যান্ত্রিক হয়ে পড়বে।
C) শিক্ষার অগ্রগতি সঠিক ভাবে পরিমাপ করা যাবে না।
D) উপরের সবকটি।
৭২. শিক্ষা যুগে যুগে পরিবর্তিত হয়ে এসেছে, অর্থাৎ শিক্ষা
পরিবর্তনশীল কারণ—
A) শিক্ষা হল একটি গতিশীল প্রক্রিয়া।
B) সমাজ ও ব্যক্তির চাহিদা পরিবর্তনশীল।
C) শিক্ষাবিদ, চিন্তাবিদ ও রাষ্ট্রনায়কদের জীবনাদর্শের মধ্যে পার্থক্য।
D) উপরের সবকটি।
৭৩. কোন সময়ে শিক্ষার মূল লক্ষ্য ছিল মানুষের জৈবিক ও
প্রাথমিক চাহিদাগুলির পরিতৃপ্তিতে সহায়তা করা ?
A) আদিম যুগে, B) বৈদিক যুগে, C)
মধ্য যুগে, D) আধুনিক যুগে।
৭৪. “প্রত্যেক শিশুকে তার সামাজিক শ্রেণী অনুযায়ী
বৃত্তিমুখি প্রশিক্ষণ দেওয়া ছিল শিক্ষার লক্ষ্য” – কোথাকার শিক্ষার ?
A) প্রাচীন ভারতীয় শিক্ষার, B) প্রাচীন মিশরিয়
শিক্ষার, C) প্রাচীন চৈনিক শিক্ষার, D) প্রাচীন গ্রীসের শিক্ষার।
৭৫. “শিক্ষার লক্ষ্য ছিল সমাজের প্রাচীন কৃষ্টি ও
রীতিনীতির সঙ্গে ভবিষ্যৎ নাগরিকদের পরিচয় ঘটানো এবং ঐ বিষয়ে যথোপযুক্ত প্রশিক্ষণ
দেওয়া” – কোথাকার শিক্ষার লক্ষ্য ?
A) প্রাচীন ভারতীয় শিক্ষার, B) প্রাচীন মিশরিয়
শিক্ষার, C) প্রাচীন চৈনিক শিক্ষার, D) প্রাচীন গ্রীসের শিক্ষার।
76. “চীনদেশে শিক্ষার লক্ষ্য ছিল প্রাচীন রীতিনীতি
ও বিধানগুলিকে আক্ষরিক অর্থে অনুশীলন করা”— কে বলেছেন ?
A) ফ্রয়েবেল, B) চান চিন ফু,
C) এডওয়ার্ড জে পাওয়ার,
D) কনফুসিয়াস ।
৭৭. প্রাচীন ভারতে শিক্ষার লক্ষ্য কি ছিল ?
A) আনন্দ উপলব্ধি, B) সৌন্দর্য উপলব্ধি, C) আত্ম-উপলব্ধি, D) জ্ঞান উপলব্ধি ।
৭৮. প্রাচীন সভ্যতার কেন্দ্রবিন্দু কোথাই ছিল ?
A) চিন, B) গ্রীস, C) ভারত, D) রোম ।
৭৯. প্রাচীন গ্রীসের অন্যতম
নগররাষ্ট্র স্পার্টার শিক্ষায় বেশী জোর দেওয়া হত—
A) সমাজ ব্যবস্থার উন্নতির উপর,
B) ব্যক্তি জীবনের উন্নতির উপর,
C) ব্যক্তি ও সমাজ উভয়ের উন্নতির উপর,
D) উপরের কোনটিই নয় ।
৮০. প্রাচীন গ্রীসের অন্যতম নগররাষ্ট্র এথেন্সের শিক্ষায়
বেশী জোর দেওয়া হত—
A) সমাজ ব্যবস্থার উন্নতির উপর,
B) ব্যক্তি জীবনের উন্নতির উপর,
C) ব্যক্তি ও সমাজ উভয়ের উন্নতির উপর,
D) উপরের কোনটিই নয় ।
উত্তরঃ-
৬১(A), ৬২(C), ৬৩(C), ৬৪(D), ৬৫(A), ৬৬(C), ৬৭(D), ৬৮(A), ৬৯(B), ৭০(C), ৭১(D), ৭২(D), ৭৩(A), ৭৪(B), ৭৫(C), ৭৬(C), ৭৭(C), ৭৮(B), ৭৯(A), ৮০(B)।
(নিয়মিত সঙ্গে থাকুন এরকম আরও
নমুনা প্রশ্ন এই সাইটে পাবেন।)
Presented by- EduLife
www.wbssceducation.blogspot.com