By - EduLife.
Admin- Sujay Pal.
(৮১ নম্বর থেকে ১০০
নম্বর দাগের প্রশ্নের উত্তর প্রশ্নগুলির শেষে দেওয়া আছে)
(ভুল চোখে পড়লে অবশ্যই জানাবেন আপনাদের সহযোগিতা
একান্তভাবে কামনা করি)
৮১. কোন সময়কে শিক্ষাক্ষেত্রে নবজাগরণের যুগ বলা হয় ?
A) সপ্তদশ শতাব্দীকে, B) অষ্টাদশ শতাব্দীকে,
C) নবম শতাব্দীকে, D) পঞ্চদশ শতাব্দীকে।
৮২. “শিশুরা সৎ ও স্বাধীন হয়ে জন্মায়। কিন্তু আমাদের মনুষ্য সমাজ তাদের
আবদ্ধ করে এবং অসৎ করে তোলে”—কে বলেছেন ?
A) রুশো, B) বিবেকানন্দ, C) রবিন্দ্রনাথ ঠাকুর, D) প্লেটো।
৮৩. রুশো কোন
দেশের লোক ছিলেন ?
A) ফ্রান্স, B) আমেরিকা, C) ইংল্যান্ড, D) জার্মানি ।
৮৪. শিক্ষার
আধুনিক লক্ষ্য হল ---
A) কেবল ব্যক্তির পরিপূর্ণ বিকাশ সাধন করা,
B) কেবল সমাজের পরিপূর্ণ বিকাশ সাধন করা,
C) ব্যক্তি ও সমাজ উভয়ের পরিপূর্ণ বিকাশ সাধনের সঙ্গে সঙ্গে তাদের মধ্যে
গতি সঞ্চার করা,
D) কোনটিই নয়।
৮৫. রুশোর মতে শিক্ষার লক্ষ্য হবে ---
A) শিশুর স্বাভাবিক প্রকৃতি অনুযায়ী তাকে স্বাধীনভাবে বিকাশের সুযোগ করে
দেওয়া,
B) শিশুকে ভবিষ্যতের উপযোগী বৃত্তিশিক্ষা দেওয়া,
C) শিশুর মধ্যে নেতৃত্ব দানের ক্ষমতা বৃদ্ধি কর্মা,
D) শিশুর মানসিক বিকাশ সাধন করা ।
৮৬. বৃত্তিমূলক শিক্ষা বলতে বোঝায় ---
A) শিশুকে ভবিষ্যৎ কোন বৃত্তির জন্য প্রস্তুত করে দেওয়া,
B) শিক্ষার দ্বারা ব্যক্তিকে উপার্জনক্ষম করে তোলা,
C) ব্যক্তিকে এমন কতকগুলি কর্মদক্ষতা অর্জনে সাহায্য করা যাতে করে সে
ভবিষ্যৎ জীবিকা অর্জনে সক্ষম হয়,
D) উপরের সবকটি ।
৮৭. ব্যক্তির
মধ্যে অর্থনৈতিক সাচ্ছন্দ আনতে সক্ষম ---
A) কৃষ্টিমূলক শিক্ষা,
B) বৃত্তিমূলক শিক্ষা,
C) নৈতিক শিক্ষা,
D)শারীর শিক্ষা ।
৮৮. বৃত্তিমূলক শিক্ষার ফলে ব্যক্তির
---
A) আত্মনির্ভরতা বৃদ্ধি পায়,
B) আত্মনির্ভরতা হ্রাস পায়,
C) পরনির্ভরতা বৃদ্ধি পায়,
D) উপরের কোনটিই নয় ।
৮৯. বৃত্তিমূলক শিক্ষার সুবিধা কি ?
A) এই শিক্ষার দ্বারা ব্যক্তির আত্মনির্ভরতা বৃদ্ধি পায়,
B) এই শিক্ষা স্বল্পবুদ্ধি ও ক্ষীণ বুদ্ধি সম্পন্ন শিশুদের আত্মবিশ্বাস
বাড়িয়ে তোলে,
C) এই শিক্ষা ব্যক্তিকে সামাজিক জগ্যতা সম্পন্ন করে তোলে,
D) উপরের সবকটি ।
৯০. কৃষ্টি
বলতে বোঝায় –
A) জগতে যা কিছু ভালো বা যা কিছু সুন্দর ঘটনা ঘটছে তার চর্চা করা,
B) জগতে যা কিছু ভালো বা যা কিছু সুন্দর ঘটনা ঘটছে তা বর্জন করা,
C) অপসংস্কৃতি,
D) B এবং C ।
৯১. “কৃষ্টি হল মানুষের ক্ষমতার চর্চা করা, যার
দ্বারা ব্যক্তি স্বাধীনভাবে এবং পরিপূর্ণভাবে সমাজের সামগ্রিক সত্ত্বার সঙ্গে
একাত্ম হয়” ---কে বলেছেন ?
A) জন ডিউই,
B) রবিন্দ্রনাথ,
C) পেস্তালাৎসি,
D) বিবেকানন্দ ।
৯২. কৃষ্টিমূলক শিক্ষার সুবিধা কি ?
A) এই শিক্ষা শিশুকে তার সামাজিক রীতি নীতির সঙ্গে পরিচিত করিয়ে তার
সামাজিক বিকাশে সহায়তা করে,
B) এই শিক্ষার মাধ্যমে সামাজিক বিরোধের সম্ভাবনা দুর হয়,
C) এই শিক্ষা সামাজিক আদর্শকে দৃঢ় করে এবং সমাজ জীবনের ধারাবাহিকতা বজায়
রাখতে সাহায্য করে,
D) উপরের সবকটি ।
৯৩. “প্রকৃত কৃষ্টিই হল খুদ্র সামাজিক গণ্ডি থেকে মুক্তি লাভ করে
বিশ্বরাষ্ট্রের নাগরিকত্ব লাভ করা” – কে বলেছেন ?
A) জন ডিউই,
B) দার্শনিক
রাসেল, C) থমাস
স্যামুয়েল কুন, D) বিবেকানন্দ ।
৯৪. “ভারতবর্ষ যে সাধনাকে গ্রহণ করেছে সে হচ্ছে বিশ্বব্রম্ভান্ডের সঙ্গে
চিত্তের যোগ, আত্মার যোগ অর্থাৎ সম্পূর্ণ যোগ” – কে বলেছেন ?
A) স্বামী বিবেকানন্দ, B) রবিন্দ্রনাথ ঠাকুর, C) ঋষি অরবিন্দ, D) রাজা রামমোহন রায় ।
৯৫. শিক্ষার
নৈতিক লক্ষ্যের সুবিধা কি ?
A) এই লক্ষ্যের মাধ্যমে শিক্ষার্থীর আদর্শ চরিত্র গঠন করা সম্ভব,
B) নৈতিক লক্ষ্যের মাধ্যমে শিশুকে সমাজের রীতি নীতির সঙ্গে পরিচিত করান
সম্ভব হয়,
C) নৈতিক লক্ষ্য ব্যক্তিকে অর্থ উপার্জনে সক্ষম করে তোলে,
D) উপরের সবকটি ।
৯৬. পাশ্চাত্য
শিক্ষার আদিভুমি কোথায় ছিল ?
A) ফ্রান্স, B) গ্রীস, C) রোম, D) মিশর ।
৯৭. দার্শনিক
লকের মতে শিক্ষার উদ্দেশ্য ---
A) সামাজিক বিকাশ, B) মানসিক বিকাশ, C) চরিত্র গঠন, D) উপরের কোনটিই নয় ।
৯৮. “শিশুর নৈতিক গুণাবলির বিকাশকে ব্যহত করে, এরকম
কিছু শিক্ষার মধ্যে থাকবে না”—কে বলেছেন ?
A) জন ডিউই, B) প্লেটো, C) দার্শনিক রাসেল, D) বিবেকানন্দ।
৯৯. “শিক্ষার উদ্দেশ্য জাতীয় কর্মদক্ষতা বৃদ্ধি করা নয়, শিক্ষার উদ্দেশ্য হল মানুষের অন্তরে বুদ্ধির অগম্য যে সত্ত্বা আছে তাকে
উপলব্ধি করা” – কে বলেছেন ?
A) জন ডিউই,
B) প্লেটো, C) দার্শনিক রাসেল, D) সর্বপ্ললি রাধাকৃষ্ণান।
১০০. শিক্ষার
আধ্যাত্মিক লক্ষ্য বলতে কি বোঝ ?
A) মানুষের আধ্যাত্মিক জীবনের বিকাশ সাধন করা, অর্থাৎ
শিক্ষার লক্ষ্য হবে ব্যক্তিকে বিশ্বব্রম্ভান্ডের একক শক্তিকে উপলব্ধিতে সহায়তা করা,
যার ফলে ব্যক্তি উন্নত জীবনাদর্শের অধিকারি হতে পারবে,
B) মানুষের সামাজিক জীবনের বিকাশ সাধন করা, যাতে
সে সমাজ জীবনে সঠিকভাবে বসবাস করতে পারে,
C) মানুষের মানসিক জীবনের বিকাশ সাধন করা, যাতে
সে সঠিক চিন্তা করতে পারে,
D) মানুষের শারীরিক বিকাশ সাধন করা, যাতে সে
নীরোগ জীবনযাপন করতে পারে ।
উত্তরঃ-
৮১(B), ৮২(A),
৮৩(A),
৮৪(C),
৮৫(A), ৮৬(D), ৮৭(B), ৮৮(A), ৮৯(D), ৯০(A), ৯১(A), ৯২(D), ৯৩(B), ৯৪(B), ৯৫(A), ৯৬(B), ৯৭(C), ৯৮(B), ৯৯(D), ১০০(A)।
(নিয়মিত সঙ্গে থাকুন এরকম আরও নমুনা প্রশ্ন এই সাইটে পাবেন।)
Presented by- EduLife
No comments:
Post a Comment