(১৪১
নম্বর থেকে ১৬০ নম্বর দাগের প্রশ্নের উত্তর প্রশ্নগুলির শেষে দেওয়া আছে)
(ভুল চোখে পড়লে অবশ্যই জানাবেন আপনাদের সহযোগিতা
একান্তভাবে কামনা করি।)
১৪১. মার্ক্সবাদের
উৎসগুলি কী কী ?
(A) হেগেলের দ্বন্দ্ব তত্ত্ব, (B) সাইমন ফুরিয়ের ফরাসি সমাজতত্ত্ব, (C)
ইংরাজি অর্থশাস্ত্র, (D) সবকটি।
১৪২. মার্ক্সবাদের
প্রবক্তা কে ?
(A) কার্ল মার্কস, (B) লেনিন, (C) সাইমন, (D) হেগেল।
১৪৩. বাংলা
“দর্শন” কথাটির ইংরাজি প্রতিশব্দ কী ?
(A) Psychology, (B) philosophy, (C) phisiology, (D)
philosopi।
১৪৪. দর্শন
বা philosophy এর ব্যুৎপত্তিগত অর্থ কী ?
(A) সম্পদের প্রতি আসক্তি (love for wealth),
(B) জ্ঞানের
প্রতি আসক্তি (love for wisdom),
(C) রাজনীতির
প্রতি আসক্তি (love for politics),
(D) অর্থের
প্রতি আসক্তি (love for money).
১৪৫. দার্শনিক
মতবাদ্গুলির মধ্যে সবথেকে প্রাচীন মতবাদ কোনটি ?
(A) ভাববাদ, (B) প্রকৃতিবাদ, (C) প্রয়োগবাদ,
(D) কোনটাই নয়।
১৪৬. মানুষ এবং বিশ্বব্রম্ভান্ডকে এক ভাব মূলক সত্ত্বার অংশ হিসাবে বিবেচনা করেন---
(A) ভাববাদী দার্শনিকরা, (B) প্রকৃতিবাদী দার্শনিকরা,
(C) প্রয়োগবাদী দার্শনিকরা, (D) মার্কসবাদী
দার্শনিকরা।
১৪৭. কোন
দর্শনে বলা হয়েছে—“সত্য শাশ্বত, অপরিবর্তনীয় এবং অবিনশ্বর”?
(A) ভাববাদী দর্শনে, (B) প্রকৃতিবাদী দর্শনে, (C) প্রয়োগবাদী দর্শনে, (D)
উপরের সবকটি।
১৪৮. ভাববাদী
শিক্ষায় শৃঙ্খলার স্থান কী ?
(A) এখানে শিক্ষকরা নিয়ন্ত্রিত শৃঙ্খলার উপর বিশেষ গুরুত্ব আরোপ করে থাকেন,
(B) এখানে
অবাধ স্বাধীনতার কোন স্থান নেই,
(C) এখানে
শিক্ষার্থীরা শিক্ষকের পরামর্শমতো নানারকম নিয়ম মেনে চলেন,
(D) উপরের
সবকটি।
১৪৯. প্রকৃতিবাদের
মূল বক্তব্য কী ?
(A) প্রকৃতিবাদ হল বস্তুনিষ্ঠ, তার কেন্দ্রে আছে মানুষ ও প্রকৃতি। এই মতবাদে
বিশ্বাসী দার্শনিকরা বৈজ্ঞানিক দৃষ্টিকোণ থেকে দর্শনকে বিচার বিশ্লেষণ করেন। এই
চিন্তাধারা অনুযায়ী বিশ্বচরাচরে যা কিছু ইন্দ্রিয়গ্রাহ্য, তাই হল বাস্তব ও সত্য,
তার বাইরে সব কিছু মিথ্যা।
(B)
প্রকৃতিবাদ হল আদর্শবাদ। এখানে বস্তুজগৎ অসত্য, ভাবজগৎ সত্য।
(C)
প্রকৃতিবাদ বলতে বোঝায় প্রকৃতিকে বাদ দিয়ে শিক্ষা।
(D) উপরের
সবকটি।
১৫০. প্রকৃতিবাদী
দর্শন কয় প্রকার ?
(A) ২ প্রকার, (B) ৩ প্রকার, (C) ৪ প্রকার, (D) ৫ প্রকার।
১৫১. প্রকৃতিবাদী
দর্শনের প্রকারগুলি কী কী ?
(A) জড় প্রকৃতিবাদ, যান্ত্রিক প্রকৃতিবাদ, জৈবিক প্রকৃতিবাদ;
(B) প্রাণী
প্রকৃতিবাদ, জড় প্রকৃতিবাদ, যান্ত্রিক প্রকৃতিবাদ;
(C) উদ্ভিত
প্রকৃতিবাদ, জড় প্রকৃতিবাদ, যান্ত্রিক প্রকৃতিবাদ;
(D) সামাজিক
প্রকৃতিবাদ, উদ্ভিত প্রকৃতিবাদ, জড় প্রকৃতিবাদ।
১৫২. প্রয়োগবাদের
মূল বক্তব্য হল—
(A) চিরন্তন, অভ্রান্ত সত্য ও মূল্যবোধ বলে কিছু নেই; যা জীবনের প্রয়োজন
সাধন করে তাই হল হল সত্য, যা করে না বা করতে বাধা দেয় তা সত্য নয়।
(B)
বিশ্বচরাচরে যা কিছু ইন্দ্রিয়গ্রাহ্য, তাই হল বাস্তব ও সত্য, তার বাইরে সব কিছু
মিথ্যা।
(C)
বস্তুজগত-এর বাইরে আর একটি জগৎ আছে তা হল ভাব জগৎ বা আধ্যাত্মিক জগৎ। এই জগৎই
সত্য।
(D) উপরের
সবকটি।
১৫৩. শিক্ষার
সঙ্গে দর্শনের নিবিড় সম্পর্ক রয়েছে, কারণ-
(A) শিক্ষা ও দর্শন একই জ্ঞানের ক্ষেত্র।
(B) দর্শন
শিক্ষার উদ্দেশ্য নির্ধারণ করে, আর সেই উদ্দেশ্যে কিভাবে পৌঁছান যাবে তা নিয়ে আলোচনা
করে শিক্ষাবিজ্ঞান।
(C) শিক্ষার
মধ্যে দর্শনের কিছু বিষয় পড়ান হয়।
(D) উপরের
কোনটিই নয়।
১৫৪. দার্শনিক
মতবাদ সাধারণত কয় প্রকার ?
(A) ২ প্রকার, (B) ৩ প্রকার, (C) ৪ প্রকার, (D) ৫ প্রকার।
১৫৫. দার্শনিক
মতবাদের প্রকারগুলি হল—
(A) ভাববাদ, (B) প্রকৃতিবাদ, (C) প্রয়োগবাদ,
(D) উপরের সবকটি ।
১৫৬. জড়
জগৎ ছাড়াও আর একটা জগৎ আছে, যাকে বলা যেতে পারে ভাব
জগৎ বা আধ্যাত্মিক জগৎ। এই জগৎ-এর অধীশ্বর হলেন ভগবান বা ঈশ্বর। মানব
সত্ত্বার লক্ষ্য হল এই ভগবান বা ইশ্বরকে উপলব্ধি করা।---কারা বলেছেন ?
(A) ভাববাদী দার্শনিকরা, (B) প্রকৃতিবাদী দার্শনিকরা,
(C) প্রয়োগবাদী দার্শনিকরা, (D) মার্কসবাদী
দার্শনিকরা।
১৫৭. “মানুষের
মনে অনেক আদিম প্রবৃত্তি আছে, যার স্বতঃস্ফুর্ত বহিঃপ্রকাশ, ব্যক্তিজীবন ও সমাজ
জীবনের পক্ষে ক্ষতিকারক। সুতরাং যে কোন প্রকারে তাকে দমন করতে হবে”। শৃঙ্খলা
প্রসঙ্গে কারা এই মন্তব্য করেছেন ?
(A) ভাববাদী দার্শনিকরা, (B) প্রকৃতিবাদী দার্শনিকরা,
(C) প্রয়োগবাদী দার্শনিকরা, (D) মার্কসবাদী
দার্শনিকরা।
১৫৮. কোন
দার্শনিক মতবাদ ভাববাদী দর্শনের বিকল্প হিসাবে গড়ে উঠেছে ভাবা হয় ?
(A) বস্তুবাদ, (B) প্রকৃতিবাদ, (C) প্রয়োগবাদ, (D) সবকটি।
১৫৯. “যে
অভিজ্ঞতার বা ধারনার ব্যবহারিক উপযোগিতা আছে, তাই সত্য, তাই গ্রহণযোগ্য। মানুষই হল
সত্যের সস্ট্রা”।–কারা বলেছেন ?
(A) ভাববাদী দার্শনিকরা, (B) প্রকৃতিবাদী দার্শনিকরা,
(C) প্রয়োগবাদী দার্শনিকরা, (D) মার্কসবাদী
দার্শনিকরা।
১৬০. নিচের
কোনটি প্রকৃতিবাদের ভাগ নয় ?
(A) জড় প্রকৃতিবাদ, (B) যান্ত্রিক প্রকৃতিবাদ, (C) জৈবিক প্রকৃতিবাদ, (D)
কৃত্তিম প্রকৃতিবাদ।
উত্তরঃ-
১৪১(D), ১৪২(A),
১৪৩(B), ১৪৪(B), ১৪৫(A),
১৪৬(A), ১৪৭(A), ১৪৮(D),
১৪৯(A), ১৫০(B),
১৫১(A), ১৫২(A), ১৫৩(B), ১৫৪(B), ১৫৫(D),
১৫৬(A), ১৫৭(A), ১৫৮(B),
১৫৯(C), ১৬০(D)।
(নিয়মিত সঙ্গে থাকুন এরকম আরও
নমুনা প্রশ্ন এই সাইটে পাবেন।)
(বিঃ দ্রঃ-এই প্রচেষ্টাকে
উৎসাহিত করতে পেজ এর উপরে ডান দিকে কোনে যে Facebook like button আছে তাতে অবশ্যই like করবেন এবং share করে বন্ধুদের
দেখার সুযোগ করে দেবেন।)
Presented by- EduLife